বরিশাল নগরীর কালীবাড়ি রোডের এক বাসা থেকে দশম শ্রেণি ছাত্রী সংঘমিত্র বিশ্বাস প্রমির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় তার লাশ উদ্ধার করা হয়।
প্রমি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিমাংসু বিশ্বাসের মেয়ে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আওলাদ হোসেন জানান, খবর পেয়ে ওই বাসায় গিয়ে সিলিং ফানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রেমঘটিত কোন বিষয় নিয়ে প্রমি আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ১১ মে ২০১৭/আরাফাত