লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের থানা মসজিদের সামনে কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এ আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে চারটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা। অন্য কয়েকটি দোকানে আংশিক ক্ষতি হয় বলে জানা গেছে। ব্যবসায়ীরা জানান, ঈদকে উপলক্ষ্যে তারা দুই দিন আগে ঢাকা থেকে মোকাম করে অনেক মালামাল দোকানে তুলেছিলেন।
বাবুল বস্ত্রালয়ের মালিক জানান, গত দুই দিন আগে আমি ঢাকা থেকে ১০ লাখ টাকার মোকাম করি। আগুনে আমার সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়। আগুনে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১২ মে, ২০১৭/ফারজানা