বগুড়ার ধুনট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে স্বর্ণ চুরি ও পারিবারিক আইনের মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ধুনট উপজেলার বিলকাজুলি গ্রামের নিখিল চন্দ্রের ছেলে সঞ্জয় কুমার স্বর্ণকার (৩০) ও গোসাইবাড়ি গ্রামের মতিয়ার রহমানের ছেলে আব্দুল মোমিন (২৮)।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০১০ সালে গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ থানায় সঞ্জয় কুমারের বিরুদ্ধে স্বর্ণ চুরির মামলায় ২০১৩ সালের ৪ আগস্ট আদালত থেকে তার বিরুদ্ধে ২ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারক।
এছাড়া ভরনপোষনের দাবি করে আব্দুল মোমিনের বিরুদ্ধে ২০১৪ সালে বগুড়া আদালতে পারিবারিক আইনে মামলা করেন তার স্ত্রী লিমা খাতুন। ওই মামলায় ৪ এপ্রিল আব্দুল মোমিনের বিরুদ্ধে ৩ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন বিচারক।
ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ড বলেন, আদালতের রায় ঘোষণার পর সঞ্জয় কুমার ও আব্দুল মোমিন পলাতক ছিলেন। এ কারণে আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১২ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭