নরসিংদীর মনোহরদীতে এক দম্পতিকে গলা কেটে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে জেলার মনোহরদী উপজেলার লামপুর গ্রামের পূর্ব পাড়া নিজ বাড়ী থেকে মমতাজ বেগম (৫৫) ও বাড়ির পাশে কৃষি জমি থেকে স্বামী ইব্রাহীম মিয়ার (৬০) লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মনোহরদী উপজেলার লামপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার একটি কৃষি জমিতে ইব্রাহীম মিয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুরে মনোহরদী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এরই মধ্যে নিহতের বাড়িতে খবর দিতে গেলে ভেতর থেকে তার ঘর বন্ধ পাওয়া যায়। ডাকাডাকি করে কোন সাড়া পাওয়া যাচ্ছিলনা। পরে জানালার ফাঁক দিয়ে রক্তাক্ত অবস্থায় মমতাজ বেগমকে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা প্রথমে মমতারজ বেগমকে জবাই করে হত্যার পর বাড়ীর অদূরে কৃষি জমিতে নিয়ে তার স্বামীকে হত্যা করা হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি রহস্য জনক। স্ত্রীকে হত্যার পর ইব্রাহীম মিয়া আত্মহত্যা করেছে, নাকি তাদের মেরে ফেলা হয়েছে তা পরিস্কার নয়। তদন্ত করা হচ্ছে। অচিরেরই জোড়া হত্যার রহস্যের উন্মমোচন হবে।
বিডি প্রতিদিন/২৬ মে ২০১৭/হিমেল