লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে এক স্কুলছাত্রসহ দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ফকিরপাড়া ইউনিয়নের বুড়া সারডুবি গুচ্ছগ্রাম এলাকার বুলু মিয়ার ছেলে আমজাদ হোসেন(১৩) ও একই গ্রামের ওমর আলীর ছেলে ওয়াজেদ মিয়া (৩৬)। আমজাদ হোসেন পাটগ্রাম উপজেলার বাউরা পাবলিক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
শুক্রবার(২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে বাজার থেকে ফেরার পথে সারডুবি গুচ্ছগ্রামের নিকট পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়।
হাতিবান্ধা থানার ওসি রেজাউল করিম জানান, বিদ্যুৎতের পরিত্যক্ত তারে জড়িয়ে ঘটনাস্থলেই আমজাদ মারা যান। ওয়াজেদ মারাত্মক আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেও মারা যায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ