বরিশালের ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার দপদপিয়ায় কীর্তনখোলা নদীর তীরবর্তী একটি ডক ইয়ার্ডে প্রায় নির্মান সম্পন্ন হওয়া একটি ওয়াটার বাস আগুনে ভস্মিভূত হয়েছে। ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার বাসটির ৩টি ফ্লোরে আগুন লেগে সমস্ত ফিটিংস, চেয়ার, ইঞ্জিন সহ ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তারাবিহ-এর নামাজ চলাকালে আগুনের সংবাদ পেয়ে নৌ ও স্থল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেস্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রন করে।
নিজাম শিপিং লাইন্সের সত্ত্বাধিকারী ও বরিশাল মেটোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নিজাম উদ্দিন মৃধা ঢাকায় অবস্থান করার কারণে মুঠোফোনে আগুন লাগার সঠিক কোন কারন জানাতে পারেননি। তবে তিনি বলেছেন, ডকইয়ার্ডের এক পাশে শ্রমিক-কর্মচারীরা তারাবিহ্ নামাজ আদায় করছিলো। হঠাৎ তারা দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করে।
নিজাম উদ্দিন আরও বলেন, একই গ্রুপের এডভেঞ্চার-৫ আজ বুধবার পানিতে ভাসানোর কথা ছিলো এবং ভস্মিভূত ওয়াটারবাস এডভেঞ্চার-৬ ভাসানোর কথা ছিলো এর এক সপ্তাহ পর। তাই এখানে নাশকতার সন্দেহ থাকতেই পারে। গত কয়েকদিন ধরে মিডিয়ায় তার নৌযান পানিতে ভাসনোর কথা ব্যাপকভাবে প্রচার হয়েছে। এতে ইর্ষান্বিত হয়ে কেউ বা কোন মহল আগুন লাগাতে পারে।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে অগ্নিনির্বাপক লঞ্চ সহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে। তাৎক্ষনিক আগুন লাগার কারন কিংবা ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি। আগুনের উৎস্য এবং ক্ষয়ক্ষতি নিরুপনে একটি তদন্ত কমিটি করার কথা বলেন তিনি। অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি বলেও তিনি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ৭ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১