সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে তিন বাংলাদেশি দম্পতিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার বেলা ২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন কলারোয়ার ৩৮/ই কোম্পানি মাদরা বিওপির ল্যান্স নায়েক মো. বাবুল মোল্ল্যাা।
হস্তান্তরকৃত দম্পতিরা হলেন খুলনা জেলার পাইকগাছা থানার কপিলমুনি গ্রামের আফসার আলী বিশ্বাসের ছেলে মো. হযরত বিশ্বাস (২৩) ও তার স্ত্রী মিস রুবি খাতুন (১৯)। অপরদিকে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার রাজপুর গ্রামের মৃত আনসার আলী গাজীর ছেলে মো. সেলিম হোসেন (৩৮) ও তার স্ত্রী মোছা. জামিলা খাতুন (৩০) , খুলনা জেলার কয়রা থানার গোবরা গ্রামের কামরুল গাজীর ছেলে মো. মনিরুল গাজী (২৬) ও তার স্ত্রী মোছা. রোকেয়া খাতুন (২০)।
ল্যান্স নায়েক মো. বাবুল মোল্ল্যাা জানান, বিএসএফ কর্তৃক হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিক তিন দম্পতি পাসপোর্ট ব্যতিত অবৈধ পথে ভারতে প্রবেশ করলে টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে। বিএসএফ এর আহ্বানে উভয় পক্ষে শান্তিপূর্ণ বৈঠকের পর তাদের বিজিবির নিকট হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৭/মাহবুব