ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের চাপায় কল্পনা রানী দাস (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর বাজারের সামনে একটি যাত্রীবাহী বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় কল্পনা রানী দাসকে সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৫৯৫৮) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুর গ্রামের বিলমন দাসের স্ত্রী।
পরে পুলিশ সাতবর্গ এলাকায় ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৭/এনায়েত করিম