বাগেরহাটের মংলায় গত ২ দিনে প্রায় কোটি টাকার জালসহ ইলিশ উদ্ধার করেছে কোষ্টগার্ড। আজ মংলার বিভিন্ন এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল উদ্ধার করেছে কোষ্টগার্ড।
কোষ্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. এম এইচ আই সিদ্দিক জানায়, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশমাছ ধরা সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ করা হলেও থেমে নেই অসাধু জেলেদের ইলিশ ধরা। তাই অসাধু এ জেলেরা মাছধরা নিষিদ্ধের সময় অধিক মুনাফার আশায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলে মা-ইলিশ ধরছে এমন সংবাদের সুত্রধরে অভিযান চালানো হয়। কোষ্টগার্ডের অভিযান টেরপেয়ে নদীতে জাল পাতানো অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় জেলেরা। এসময় মংলা শহর সংলগ্ন পশুর নদী,জয়মনিরঘোল, হারবাড়িয়া ও ধানসিদ্ধির চর এলাকা থেকে প্রায় ৯০ হাজার মিটার ইলিশ ধরা কারেন্ট ও ৫টি বেন্ধি জাল আটক করা হয়। তবে এর সাথে জড়িত কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি।
অপরদিকে রবিবার নিষেধাজ্ঞা উপক্ষো করে বেআইনিভাবে জেলেদের আহরণকৃত বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে প্রায় কোটি টাকা মূল্যের এসব ইলিশ ধরা জাল পুড়িয়ে ভস্মিভূত করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানায় কোষ্টগার্ড।
বিডি প্রতিদিন/এ মজুমদার