বগুড়ার সান্তাহারে সারের বাফার গুদামের প্রায় ৬ কোটি টাকা মূল্যের ইউরিয়া সার কালোবাজারে বিক্রি ও বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আজ দুর্নীতি দমন কমিশন সম্মিলিত কার্যালয় বগুড়ার উপ-পরিচালক আমিনুল ইসলাম বাদি হয়ে বগুড়ার আদমদীঘি থানায় মামলাটি দায়ের করেছেন।
এই মামলায় অভিযুক্ত করা হয়েছে, বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ কর্পোরেশন)’র যান্ত্রিক বিভাগের উপ-প্রধান প্রকৌশলী এবং সান্তাহার বাফার স্টক গুদামের সাবেক ইনচার্জ মো. নবির উদ্দিন খান, সার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সাউথ ডেল্টা শিপিং এন্ড ট্রেনিং গ্লোব'র নির্বাহী পরিচালক মশিউর রহমান এবং সান্তাহার বাফার স্টক গুদামের সাবেক সহকারি হিসাব কর্মকর্তা মাসুদুর রহমানকে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, অভিযুক্তরা যোগসাজস করে ১৪ ফেব্রুয়ারি ২০১৬ থেকে ১৪ নভেম্বর ২০১৬ তারিখের মধ্যে ৩ লাখ ৮৮হাজার ৯৫৫ মেট্টিক টন ইউরিয়া সার কাগজে কলমে গ্রহণ ও হস্তান্তর দেখিয়ে কালোবাজারে বিক্রি এবং বিক্রিত টাকা আত্মসাত করে। যার সরকারি মূল্য প্রতি মেট্টিক টন ১৪ হাজার টাকা হিসাবে মোট ৫ কোটি ৯৮ লাখ ৫৩ হাজার ৭ শত টাকা। মামলার বাদী দুদক সম্মিলিত কার্যালয় বগুড়া’র উপ-পরিচালক জানান, সান্তাহার বাফার গুদাম থেকে ৫ কোটি ৯৮ লাখ ৫৩ হাজার ৭ শত টাকা আত্মসাতের অভিযোগে উল্লেখিত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ শওকত কবির দুদক কর্তৃক মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার