সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ধস নেমেছে। শুক্রবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত বাঁধের ঢেকুরিয়া পয়েন্টে প্রায় ২০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়।
নদীর তীর সংরক্ষণ বাঁধে ধস নামায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত মেরামতের জন্য পাউবোর নিকট দাবি জানিয়েছেন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আবুল কাশেম জানান, নদীর তলদেশে ঘূর্ণাবর্তের সৃষ্টির কারণে বাঁধে ধস নেমেছে। ধস ঠেকাতে দ্রুত কাজ শুরু করা হবে।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর, ২০১৭/ফারজানা