স্কুল মাঠে অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক কর্মসূচীসহ খেলাধুলা প্রতিযোগীতা মহাসড়ক থেকে দেখতে সমস্যা হওয়ায় ভেঙে ফেলা হচ্ছে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের একপাশের সিমানা প্রাচীর। বরিশালের গৌরনদী-পয়সারহাট আঞ্চলিক মহাসড়ক ঘেষা এই স্কুলের সিমানা প্রাচীর গত মঙ্গলবার থেকে ভাঙার কাজ শুরু করে বিদ্যালয় ম্যানেজিং কমিটি।
২০১৪-২০১৫ অর্থ বছরে জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের পূর্ব গেট থেকে পশ্চিম গেট পর্যন্ত একটি সীমানা প্রাচীর নির্মান করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির একাধিক সদস্য জানান, বিদ্যালয়ে অনুষ্ঠিত সভা-সমাবেশ আঞ্চলিক মহাসড়ক থেকে দেখা যায় না। সেই কারণে তারা সীমানা প্রাচীর ভেঙে ফেলছেন। বিদ্যালয়ের সামনে দক্ষিণ পাশের সীমানা প্রাচীরের পূর্ব পাশের গেট থেকে পশ্চিম পাশের গেট পর্যন্ত অংশ ভেঙে সেখানে স্টিলের নতুন বেষ্টনী করা হবে।
সীমানা প্রাচীর ভেঙে ফেলার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ বলেন, বিদ্যালয়ের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য সিমানা প্রাচীর ভেঙে স্টিলের বেষ্টনী দেয়ার রেজুলেশন হয়েছে। বিদ্যালয়ে তহবিল নেই। বিদ্যালয় পরিচালনা কমিটি শীঘ্রই তহবিল সংগ্রহ করে স্টিলের বেষ্টনী নির্মাণ করবে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং পৌর যুবলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর মো. আতিকুর রহমান শামীম বলেন, বিদ্যালয়ের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য ৭ ফুট উচু সিমানা প্রাচীরের উপরের অংশের ৩ ফুট ভেঙ্গে সেখানে স্টিলের বেষ্টনী করা হবে। স্টিলের বেষ্টনী নির্মাণের জন্য প্রথমে সরকারি বরাদ্দ পাওয়ার চেষ্টা করবেন। সরকারি বরাদ্দ পাওয়া না গেলে আগামী পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে স্টিলের বেষ্টনী দেয়া হবে।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর ২০১৭/হিমেল