'বিচারপতি ও সরকারের বিরোধকে কেন্দ্র করে পাকিস্তানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বাংলাদেশে প্রধান বিচারপতির ছুটি নিয়ে সে রকম ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি করতে চায় বিএনপি। প্রধান বিচারপতির ছুটি নিয়ে শান্তিপূর্ণ অবস্থাকে অশান্তিতে পরিণত করছে বিএনপি। তারা এখন আর আন্দোলনের কোন ইস্যু খুঁজে পাচ্ছে না। ' শুক্রবার সকালে মাদারীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ সব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দুরদর্শিতায় দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে তা দেখে বিএনপি'র মাথা খারাপ হয়ে গেছে। আমার মনে হয় বিএনপি নেতারা রাতে ঠিকমত ঘুমাতে পারছে না। সারা বিশ্ব যখন শেখ হাসিনার মানবিকতা ও রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসায় পঞ্চমুখ, তখন বিএনপি তার বিষদ্গারে ব্যস্ত। প্রধান বিচারপতি অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন এটা তো দিনের আলোর মত সত্য। তাঁর ছুটির আবেদন দেশের মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত হয়েছে। সুতরাং এটা নিয়ে রাজনীতি করার কোন অবকাশ নেই। '
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফারুক আহম্মদ প্রমুখ।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর ২০১৭/হিমেল