মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে এবং নাগরিকত্ব দিয়ে তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে।শুক্রবার সকাল ১১ টায় শহরের সাতমাথায় জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা মুফতী আব্দুল কাদের, সেক্রেটারি মাওলানা আব্দুল জলিল, সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম, মাওলানা আমজাদ হোসেন রাশেদী, মাওলানা আব্দুল মতিন, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাওলানা ইউসুফ সাইফী, মাওলানা শাহীন রেজা, মাওলানা রুকন উদ্দিন, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা আবু তৈয়ব, মাওলানা জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে বার্মার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের জাতিগত নিমূর্ল অভিযান, গণহত্যা, ধর্ষণ বন্ধ করার দাবি জানান। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের দায়ে অং সান সু চি ও সেনাবাহিনীর বিচার এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে স্বদেশে প্রত্যাবাসনের দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর ২০১৭/হিমেল