নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) মাহফুজুর রহমানের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১৪)। তার নাম ইসরাত জাহান ইপ্তি। শুক্রবার দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নে বামনী এলাকায় ওই বাল্য বিবাহটি বন্ধ করা হয়।
জানা যায়, উপজেলার রামপুর ইউনিয়নের কালা মিয়া মোক্তার বাড়ির মো: আবুল বাসারের মেয়ের বিয়ে হচ্ছে এমন সংবাদ পেয়ে সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাহফুজুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনবী ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে তাদেরকে উপজেলা নিয়ে আসে।
এ সময় ওই এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে কনের পিতা মো: আবুল বাসার মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে তাকে বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা দেওয়ার পর ছেড়ে দেয়া হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি ফজলে রাব্বি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর ২০১৭/হিমেল