পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে পরিবারের সদস্যদের নিয়ে গোসল করতে নেমে হাসান সিকদার (২৩) নামের স্থানীয় এক যুবক নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, কলাপাড়ার বাদুরতলী এলাকার হাসান সিকদার তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে শুক্রবার কুয়াকাটা বেড়াতে আসে। বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে তারা সকলে গোসল করতে নামে। ঘণ্টাখানেক পরে হাসান সিকদার সবাইকে ডেকে তীরে উঠে গিয়ে প্রত্যেককে ফ্রেস হবার নির্দেশ দেয়। সে অনুযায়ী সবাই সাগরপাড় থেকে হোটেলে ফিরে ফ্রেস হয়ে পুনরায় সাগরপাড়ে আসে এর পর থেকে তার কোন হদিস না পেয়ে পরিবারের সদস্যরা নিখোঁজ থাকার বিষয়টি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশকে অবহিত করেন।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের এএসপি আব্দুল করিম জানান, কুয়াকাটা সৈকতে এক যুবক গোসল করতে নেমে নিখোঁজ হবার দাবি করেছে তার পরিবার। সে অনুযায়ী অনুসন্ধান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর ২০১৭/হিমেল