পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে চুরির অভিযোগে আরিফ কাজী ও জনি কাজী নামের দুই কিশোরকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। শুক্রবার দুপুরে সৈকতের ব্রেঞ্চে রাখা পর্যটক যুগলের মোবাইল ও ম্যানিব্যাগ নিয়ে সটকে পড়ার সময় চটপটি এক বিক্রেতার হাতে প্রথমে ধরা পড়ে তারা। পরে স্থানীয়রা ওই দুই কিশোরকে মারধর করে সৈকতে টহলরত ট্যুরিস্ট পুলিশের কাছে সোর্পদ করে।
ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকা থেকে আসা পর্যটক রহমান দম্পতি আবাসিক হোটেল কুয়াকাটা ইন‘র ২০১ রুমে উঠেন। শুক্রবার দুপুরে সৈকতে গোসল করতে গিয়ে দুটি মোবাইল ও মানিব্যাগ ব্রেঞ্চে রাখে। ওৎ পেতে থাকা ওই দুই কিশোর মোবাইল ও মানিব্যাগ নিয়ে সটকে পড়ার সময় চটপটি বিক্রেতা শাহিনের হাতে ধরা পরে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন’র এএসপি আব্দুল করিম জানান, অপ্রাপ্ত দুই কিশোরকে চুরির অভিযোগে আটক করা হয়েছে। ভুক্তভোগিরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর ২০১৭/হিমেল