‘হাসি ফুটুক সবার মুখে, বিশ্ববাসী থাকবে সুখে’ এই শ্লোগান নিয়ে বরিশালে র্যালি ও কমেডি শো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বরিশাল কমেডি ক্লাবের আয়োজনে এবং ফ্রেন্ডস ফর লাইফের সহযোগীতায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে র্যালিটি শুরু হয়ে মুক্তিযোদ্ধা পার্কে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ। র্যালিতে বরিশাল কমেডি ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকেলে মুক্তিযোদ্ধা পার্কে কমেডি শো অনুষ্ঠিত হয়।
১৯৯৯ সাল থেকে বিশ্বব্যাপী অক্টোবরের প্রথম শুক্রবার ‘বিশ্ব হাসি দিবস’ পালিত হয়ে আসছে। বাংলাদেশ কমেডি ক্লাব ২০১৬ সালে সর্বপ্রথম দেশব্যাপী হাসি দিবস পালন করে। বাংলাদেশ কমেডি ক্লাব সারা বছরব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকান্ড এবং স্ট্যান্ড আপ কমেডি শো’র মাধ্যমে মানুষের মুখে হাসি ফোঁটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর ২০১৭/হিমেল