বরিশাল নগরীর সাগরদী দরগাহ্বাড়ী এলাকার একটি খাল থেকে অজ্ঞাতনামা এক মধ্য বয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫ টার দিকে সুরতহাল শেষে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই মশিউর রহমান জানান, খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। উদ্ধার করা লাশের বয়স ৩৫ থেকে ৪০ হবে। গায়ের রং কালো, মুখে হালকা দাড়ি রয়েছে। পরনে শুধু গামছা ছিল। লাশ দেখে ধারনা করা হচ্ছে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর ২০১৭/হিমেল