ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে ৮ শত মিটার অবৈধ জাল ও ৮ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলেকে আটক করে দশ দিনের কারাদণ্ড ও দুইশ’ টাকা জরিমানা এবং ২ জেলেকে ৩ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশ্রাফুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, সুগন্ধা নদীর সারদল এলাকায় জাল ফেলে মা ইলিশ ধরার সময় চার জেলেকে আটক করা হয়। যাদেরকে পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মিন্টু হাওলাদার ও মোঃ মুসাকে দশ দিনের কারাদণ্ড ও দুইশ’ টাকা জরিমানা এবং মোঃ রাব্বি ও রাহাত ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি জালগুলো নলছিটি ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। ইলিশ মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
এদিকে বৃহষ্পতিবার থেকে আজ দুপুর পর্যন্ত সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে প্রায় চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর ২০১৭/হিমেল