খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকায় বিদ্যুতের তার ছিড়ে বাড়ির উপর পড়ায় ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন মা কালামিলে চাকমা (৪৫) ও ছেলে সত্যজীবন চাকমা (২৬)। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক পার্বন চাকমা হতাহতের কথা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন