চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকা থেকে ১৪ জামায়াত ও শিবিরের নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাৎক্ষনিক আটকদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে আটকদের মধ্যে উপজেলা অর্থ সম্পাদকসহ জামায়াতের ইউনিয়ন নেতা কর্মী রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির বলেন, ৪০ থেকে ৫০ জন জামায়াত শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পুলিশ আসার টের পেয়ে সবাই পালিয়ে গেলেও আনরা ১৪ নেতা কর্মীকে আটক করি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন