দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় মিনারা বেগম নামে এক নারী নিহত হয়েছে। এসময় ট্রাক উল্টে খাদে পড়ে গেলে গুরুতর আহত হয় ট্রাকের চালক ও হেলপার।
শনিবার সকাল ১১টা সৈয়দপুর-পার্বতীপুর মহা-সড়কের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিনারা বেগম (৩৫) পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। আহত ট্রাক চালক মানিক মিয়া (৪৫) নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে ও একই এলাকার হেলপার খায়রুল ইসলাম হাবিবুর (৪০) রহমানের ছেলে।
গুরুতর আহত ট্রাকের চালক ও হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ জানিয়েছে, মিনারা বেগম সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের জগন্নাথপুর এলাকায় মহাসড়কের পাশে রান্নার কাজে ব্যবহৃত জ্বালানী হিসেবে গোবর শুকাতে আসলে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এম. আর. সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর ২০১৭/হিমেল