সাংবাদিক নির্যাতনকারী ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামালপুরের কর্মরত সাংবাদিকরা।
শনিবার জামালপুর জেলা প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে বলা হয়, অবাধ তথ্য প্রবাহের যুগে ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান শহীদ বাংলাদেশ প্রতিদিনের ঘাটাইল ও নিউজ টোয়েন্টিফোরের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিককে আটকে রেখে যে নির্যাতন করেছে এটা দুর্নীতিবাজ মেয়রের মধ্যযুগীয় মানসিকতার প্রকাশ। সভায় সাংবাদিক নির্যাতনকারী মেয়র শহীদকে তার পদ থেকে অপসারণ এবং তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান বক্তারা।
এসময় জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুকুল রানা, দৈনিক সংবাদ প্রতিনিধি সুশান্ত কানু, দৈনিক আজকের জামালপুর সম্পাদক এম,এ জলিল, নিউ এজ প্রতিনিধি কামাল হোসেন, ডেইলী স্টার প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, যমুনা টিভির প্রতিনিধি শোয়েব হোসেন, খোলা কাগজ প্রতিনিধি ইউসুফ আলী, ডিবিসি নিউজ ও যায়যায়দিন প্রতিনিধি শুভ্র মেহেদী, এসএ টিভি প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, বাংলাদেশ টু ডে প্রতিনিধি সুলতান আলম, দীপ্ত টিভি প্রতিনিধি তানভীর আহমেদ হীরা, মাইটিভি প্রতিনিধি শামীম আলম, এশিয়ান টিভি প্রতিনিধি শাহীন আল আমীন, নিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি তানভীর আজাদ মামুন, মানব জমিন প্রতিনিধি আনোয়ারুল ইসলাম মিলন, বিজয়টিভি প্রতিনিধি জুয়েল রানা, ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন প্রতিনিধি বিশ্বজিৎ দেব, যুগান্তরের সরিষাবাড়ি প্রতিনিধি জহুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ