বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা ইলিশ মাছ শিকারের দায়ে ১১ জেলেকে ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে ১১ জেলে ছাড়াও ৯ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩ মন মা ইলিশ জব্দ করে প্রশাসন। দণ্ড ঘোষণার পর তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
বরিশালের মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কীর্তনখোলা, আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের দায়ে ১১ জেলেকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ৩ মন মা ইলিশ এবং ৯ হাজার মিটার কারেন্ট জাল।
আটক জেলেদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। অপরদিকে জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর ২০১৭/হিমেল