নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবককে খুঁটির সাথে বেঁধে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যুবক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নুর উদ্দিন নামে এক অটোরিকশা গ্যারেজ মালিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় ঘটে এ ঘটনা।
নির্যাতনের শিকার ইকবাল হোসেন মঙ্গলখালী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। এছাড়া গ্রেফতারকৃত নুর উদ্দিন নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার মধ্যম সুন্দরপুর এলাকার আব্দুল ওহাবের ছেলে। নুর উদ্দিন মঙ্গলখালী এলাকায় বসবাস করে অটোরিক্সা গ্যারেজ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন।
নির্যাতনের শিকার ইকবাল হোসেন জানান, শুক্রবার রাতের যেকোন সময় কে বা কারা নুর উদ্দিনের অটোরিকশা গ্যারেজ থেকে রিকশার ব্যাটারি, গ্যাংনিং মেশিন ও বৈদ্যুতিক তার চুরি করে। শনিবার সকাল ৭টার দিকে ইকবাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে নুর উদ্দিন। এরপর চুরির অপবাদ দেয়া হয় ইকবাল হোসেনকে। এক পর্যায়ে মুড়াপাড়া-ভুলতা সড়কের পাশে মঙ্গলখালী এলাকায় একটি ঘরের সিমেন্টের পাল্লার সঙ্গে দড়ি দিয়ে পা ও কোমড় বেঁধে ফেলা হয় তাকে। এসময় নুর উদ্দিনসহ তার লোকজন ইকবাল হোসেনকে বেধরক লাঠিপেটা করে নির্যাতন চালায়। এসময় চিৎকার করলেও ইকবালকে ছাড় দেয়া হয়নি। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিত ইকবাল হোসেনকে উদ্ধার করে এবং অভিযুক্ত নুর উদ্দিনকে গ্রেফতার করে।
এ ব্যপারে অভিযুক্ত নুর উদ্দিন জানান, ইকবাল হোসেন একজন মাদকসেবী। এলাকায় বেশ কয়েকটি চুরির সঙ্গে জড়িত ছিলো। তার গ্যারেজে ইকবালই চুরি করেছে, এমন সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য বেঁধে মারধর করা হয়েছে। এছাড়া পুলিশে দিলে আদালত থেকে ছাড়া পেয়ে যায় অতি সহজে, তাই নিজের হাতেই শাস্তি দেয়া হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, কোন অভিযোগ থাকলে সেটা থানা পুলিশ দেখবে। এভাবে বেঁধে রেখে নির্যাতন করা কঠোর অন্যায়। নুর উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর ২০১৭/হিমেল