নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া এলাকায় মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আটকরা হলেন-বোয়ালিয়া উরা পাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে শাহাদাত সরদার সোহাগ (৪০) ও একই গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে সোহেল রানা (৩০)। বোয়ালিয়া উরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া উরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় শাহাদাত সরদার সোহাগের কাছ থেকে ৩০ গ্রাম হিরোইন ও সোহেল রানার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ ২৪ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ