পটুয়াখালী-কুয়াকাটা মহসড়কের পাখিমারা নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে কুয়াকাটা সংলগ্ন স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে ১৩ যাত্রী। আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে গুরুত্বর অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শরভানু (৮০) কুয়াকাটা সংলগ্ন লতাচাপলি ইউনিয়নের খাজুরা গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।
কলাপাড়া থানার ওসি মো. আলাউদ্দিন আহমেদ জানান, সমুদ্র সৈকত নামের একটি যাত্রীবাহী নৈশ কোচ ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কুয়াকাটা সংলগ্ন পাখিমারা বাসস্টান্ড অতিক্রমকালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরভানু (৮০) মাথায় আঘাতপেয়ে মারা যান। আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/হিমেল