নওগাঁয় উদযাপিত হচ্ছে নবান্ন উৎসব। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ নওগাঁ শাখা দিন ব্যাপী এ উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল করিম তরফদারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন ও করনেশন হল সোসাইটির সাধারণ সম্পাদক নাট্যব্যক্তিত্ব জহুরুল ইসলাম ইদুল।দিনব্যাপী চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠামেলা।
অপরদিকে জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উত্তম কুমার, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নান এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আমিনা কস্তুরী কুইনসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৭/ফারজানা