কিশোরগঞ্জে চলছে দিনব্যাপী নবান্ন উৎসব। আজ সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। এ উপলক্ষে পিঠা মেলা, লাঠি খেলা, সঙ্গীতানুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করেছে।
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন। ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্য বাজনা বাজিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উৎসবের অংশ হিসেবে বিয়াম স্কুল মাঠে আয়োজন করা হয় পিঠা মেলা। ভাঁপা, পুলি, নকশিসহ বাহারি নামের পিঠা নিয়ে আসেন গৃহিনীরা।
উৎসবের বাড়তি আকর্ষণ ছিল কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সঙ্গীতানুষ্ঠান। লাঠি খেলোয়াড়রা তাদের নানা কসরত প্রদর্শন করেন। দিনব্যাপী আরও অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দেশীয় খেলা।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামীল, পৌরসভার মেয়র পারভেজ মিয়া, সুজনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আসাদউল্লাহ, ডেপুটি কমান্ডার বাসিরউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, নবান্ন উৎসব বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী একটি উৎসব। এটিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এর মধ্য দিয়ে জঙ্গিবাদ, কুসংস্কার থেকে আমরা মুক্ত হবো।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/হিমেল