পটুয়াখালীর কলাপাড়ায় বাস উল্টে মোসাম্মৎ সরভানু (৮০) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় পর্যটকসহ ১৩ যাত্রী আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সরভানু কুয়াকাটার খাজুরা গ্রামে।
পুলিশ ও আহত যাত্রীরা অভিযোগ, বাসের চালক কলাড়াপায় এসে নেমে যায়। এরপরে হেলপার গাড়ি চালাচ্ছিল। বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার কারণে কলাপাড়া-কুয়াকাটা সড়কে সকাল সাড়ে ৭টা থেকে প্রায় তিন ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধারে সহায়তা ও সড়কের উপর পরে থাকা বাসটি অপসারণ করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/আরাফাত