কুমিল্লার চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। এরা হলেন কক্সবাজারের উখিয়ার বালুখালী নতুন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মোহাম্মদ নুরুর মেয়ে ফাতেমা বেগম (১৪) ও টেকনাফ পৌরসভার নাইটংপাড়ার নুর মোহাম্মদের পুত্র মোঃ শাকিব (১৯)। বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ফাতেমা বেগম ও শাকিবকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/হিমেল