বরিশাল সদর উপজেলার বেলতলা সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে দুটি ট্রলার বোঝাই ২০মণ জাঁটকা ইলিশসহ ৪ জনকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার ভোর ৫টার দিকে কোস্টগার্ড বরিশাল কনটিনজেন্ট কমান্ডার পেটি অফিসার মো. সাইদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃতরা হলো জাঁটকা ব্যবসায়ী বশির খান, মো. সিদ্দিক, শহীদুল ইসলাম ও আশরাফ খলিফা।
মো. সাইদুর রহমান জানান, ভোরে তাদের একটি টহল দল বেলতলা সংলগ্ন কীর্তনখোলা নদীতে সন্দেহভাজন দুটি ট্রলার আটক করে। সমুদ্রে মাছধরা একটি ট্রলার এবং মাছ পরিবহনের আরেকটি ট্রলার তল্লাশি করে ২০মণ শিকার নিষিদ্ধ জাঁটকা উদ্ধার করা হয়। এ সময় দুই ট্রলারে থাকা ৪ জাঁটকা ব্যবসায়ীকে আটক করেন তারা।
বুধবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের নির্দেশে জব্দকৃত জাঁটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
অপরদিকে আটক ৪ জাঁটকা ব্যবসায়ীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের ভ্রাম্যমান আদালত।
বিডিপ্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান