চুয়াডাঙ্গা রেলস্টেশন ও রেললাইনে পড়ে থাকা নোংরা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করছেন পৌরমেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। সাথে স্কুল-কলেজের এক ঝাঁক শিক্ষার্থী। আজ এ দৃশ্য দেখে পৌরবাসী সাধুবাদ জানান পৌর মেয়রকে। ক্লিন ও গ্রীন চুয়াডাঙ্গা গড়ার লক্ষ্যে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন মেয়র। আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলে।
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী বলেন, আমরা ক্লিন ও গ্রীন চুয়াডাঙ্গা দেখতে চাই। এ লক্ষ্যেই আমরা কাজ করছি। আমাদের এ কাজে সব সময় সহযোগিতা করছে বিডিক্লিন নামের একটি সংগঠন। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এ সংগঠনের সদস্যদের সাথে জেলা ছাত্রলীগের কর্মিরাও যোগ দিচ্ছেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে।
পৌর মেয়র আরো জানান, এর আগে আমরা তিন দফায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তিনটি ফ্লোর পরিষ্কার করেছি। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার-পরিছন্ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালী বেগম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ হাসান, যুগ্ম-সম্পাদক মো. জ্যাকি প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার