চট্টগ্রামের সাতকানিয়া জামায়াতের দুর্ধর্ষ ক্যাডার ৬১ মামলার আসামি মো. রফিককে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। রফিক জামায়াত-শিবিরের তাণ্ডবের সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নাশকতার মূল হোতা ছিল রফিককে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, আদালতের পরোয়ানার ভিত্তিতে রফিককে গ্রেফতার করা হয়। সে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। জামায়াত-শিবিরের নাশকতার সময় রফিক পুলিশকে লক্ষ্য করে দুই হাতে গুলি করত। এ সময় রফিকের নেতৃত্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ছদাহা ইউনিয়নকে স্বাধীন করে রেখেছিল। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পর্যন্ত ঢুকতে পারত না।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩-২০১৪ সালে যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের মামলার রায়ের পর ডাকা হরতালে সহিংসতার জনপদ হয়ে উঠত দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া। এ সময় তাণ্ডব সৃষ্টির মূল নেতাদের একজন ছিলেন জামায়াত দলীয় সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ক্যাডার রফিক। তার নেতৃত্বে জামায়াত-শিবিরের ক্যাডারেরা মহাসড়কে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকায় অঘোষিত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। পুলিশ-র্যাব-বিজিবি মোতায়েন করেও ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে বেগ পেতে হয়েছিল প্রশাসনকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে রফিক এক পা হারান। এরপরও তাণ্ডবের নেতৃত্ব দিয়ে যাচ্ছিল রফিক।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন