বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
শালেশ্বর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
নাটোর প্রতিনিধি:
অনলাইন ভার্সন
নাটোরের লালপুর উপজেলার শালেশ্বর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে আয়-ব্যয়ের অর্থ বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা না করা, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মঞ্জুরী না নেয়া, আদালতের নির্দেশ অমান্য করে মেয়াদ বিহীন কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালনা ও শিক্ষক-কর্মচারী নিয়োগ এবং ভুয়া সনদ প্রমান হওয়ার পরেও কর্মরত শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে দেয়া অভিযোগ পত্রে এলাকাবাসাী জানান, শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক স্কুলের সকল আয়ের টাকা আত্মসাত করছেন, আয় ব্যয়ের অর্থ বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা করেন না। দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের মঞ্জুরী নেই। আদালতের নির্দেশ অমান্য করে মেয়াদ বিহীন কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালনা করছেন, শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর কম্পিউটার শিক্ষক মাহবুবুর রহমানের শিক্ষক নিবন্ধন জাল বলে এনটিআরসি'র সহকারী পরিচালক মো. মোস্তাক আহম্মদ লিখিত ভাবে প্রধান শিক্ষককে জানালেও আজ পর্যন্ত তিনি ঐ শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। একই ঘটনা ঘটিয়েছেন সহকারী গ্রন্থাগারিকের বেলাতেও। প্রধান শিক্ষক এনামুল হকের একের পর এক দুর্নীতি, জালিয়াতি, অর্থ-আত্মসাত, দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের মঞ্জুরী না নেয়া, আদালতের নির্দেশ অমান্য করে মেয়াদ বিহীন কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালনা ও শিক্ষক-কর্মচারী নিয়োগ এবং ভুয়া সনদ প্রমান হওয়ার পরেও কর্মরত শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়া এবং তার অন্য দুর্নীতি ও জালিয়াতির বিচার দাবী করেছেন এলাকাবাসী।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা মুসা সরকার, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন ও ছাত্রী অভিভাবক আলতাফ হোসেন বলেছেন, শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের অব্যহত দুর্নীতি, জালিয়াতি ও অর্থ আত্মসাত বন্ধ না হওয়ায় আমরাও অন্যদের সাথে তার বিরুদ্ধে অভিযোগ করেছি। আমরা এ বিষয়ে সঠিক ভাবে তদন্ত ও সুষ্ঠু বিচার চাই। তারা বলেন, যে সব অভিভাবক অভিযোগ করেছে এখন তাদের সন্তান ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে ওই প্রধান শিক্ষক।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ লালপুর উপজেলার শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।
আজ দুপুরে শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক এনামুল হক বলেছেন, তার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিনা বেতনে লেখাপড়া করে তাই কোন অর্থ আয় হয় না, আর সেজন্যই ব্যাংকের মাধ্যমে কোন লেনদেন করা হয় না। ভুয়া সনদ প্রমান হওয়ার পরও কোন ব্যবস্থা না নেয়ার বিষয়ে তিনি বলেন, সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের শিক্ষক নিবন্ধন জাল সনাক্ত করে এনটিআরসি এর সহকারী পরিচালক মো. মোস্তাক আহম্মদের দেয়া লিখিতপত্র তিনি এখনো হাতে পাননি।
এই বিভাগের আরও খবর