বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই সৌদি আরবের প্রধান অগ্রাধিকার : পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল
- ডিবি পুলিশকে কুপিয়ে জখম মাদক কারবারিদের, মামলা
- দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা
- নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে পারে ইরান: ট্রাম্প
- করাচিতে ভবন ধসে নিহত ১৪
- বাবাকে চিনতেনই না তরুণী, অতঃপর ২৩ বছর পর যেভাবে পুনর্মিলন!
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ২৪
- টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যায় ১৩ জনের মৃত্যু
- গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে 'ইতিবাচক' হামাস
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৫ জুলাই)
- খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
- চুয়াডাঙ্গায় ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
শালেশ্বর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
নাটোর প্রতিনিধি:
অনলাইন ভার্সন

নাটোরের লালপুর উপজেলার শালেশ্বর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে আয়-ব্যয়ের অর্থ বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা না করা, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মঞ্জুরী না নেয়া, আদালতের নির্দেশ অমান্য করে মেয়াদ বিহীন কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালনা ও শিক্ষক-কর্মচারী নিয়োগ এবং ভুয়া সনদ প্রমান হওয়ার পরেও কর্মরত শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে দেয়া অভিযোগ পত্রে এলাকাবাসাী জানান, শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক স্কুলের সকল আয়ের টাকা আত্মসাত করছেন, আয় ব্যয়ের অর্থ বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা করেন না। দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের মঞ্জুরী নেই। আদালতের নির্দেশ অমান্য করে মেয়াদ বিহীন কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালনা করছেন, শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর কম্পিউটার শিক্ষক মাহবুবুর রহমানের শিক্ষক নিবন্ধন জাল বলে এনটিআরসি'র সহকারী পরিচালক মো. মোস্তাক আহম্মদ লিখিত ভাবে প্রধান শিক্ষককে জানালেও আজ পর্যন্ত তিনি ঐ শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। একই ঘটনা ঘটিয়েছেন সহকারী গ্রন্থাগারিকের বেলাতেও। প্রধান শিক্ষক এনামুল হকের একের পর এক দুর্নীতি, জালিয়াতি, অর্থ-আত্মসাত, দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের মঞ্জুরী না নেয়া, আদালতের নির্দেশ অমান্য করে মেয়াদ বিহীন কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালনা ও শিক্ষক-কর্মচারী নিয়োগ এবং ভুয়া সনদ প্রমান হওয়ার পরেও কর্মরত শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়া এবং তার অন্য দুর্নীতি ও জালিয়াতির বিচার দাবী করেছেন এলাকাবাসী।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা মুসা সরকার, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন ও ছাত্রী অভিভাবক আলতাফ হোসেন বলেছেন, শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের অব্যহত দুর্নীতি, জালিয়াতি ও অর্থ আত্মসাত বন্ধ না হওয়ায় আমরাও অন্যদের সাথে তার বিরুদ্ধে অভিযোগ করেছি। আমরা এ বিষয়ে সঠিক ভাবে তদন্ত ও সুষ্ঠু বিচার চাই। তারা বলেন, যে সব অভিভাবক অভিযোগ করেছে এখন তাদের সন্তান ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে ওই প্রধান শিক্ষক।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ লালপুর উপজেলার শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।
আজ দুপুরে শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক এনামুল হক বলেছেন, তার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিনা বেতনে লেখাপড়া করে তাই কোন অর্থ আয় হয় না, আর সেজন্যই ব্যাংকের মাধ্যমে কোন লেনদেন করা হয় না। ভুয়া সনদ প্রমান হওয়ার পরও কোন ব্যবস্থা না নেয়ার বিষয়ে তিনি বলেন, সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের শিক্ষক নিবন্ধন জাল সনাক্ত করে এনটিআরসি এর সহকারী পরিচালক মো. মোস্তাক আহম্মদের দেয়া লিখিতপত্র তিনি এখনো হাতে পাননি।
এই বিভাগের আরও খবর