জিনের বাদশা সেজে প্রতারণা করার অভিযোগে রফিকুল ইসলাম (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গর্ন্ধববাড়ির নিজ বাড়ি থেকে রফিকুলকে গ্রেফতার করে নাটোরের ডিবি পুলিশ। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম গন্ধববাড়ী গ্রামের মজিদ শেখের ছেলে।
নাটোরের নলডাঙ্গা থানার পিপরুল ইউনিয়নের আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে জ্বিনের বাদশা পরিচয়ে ফোন করে প্রতারণার মাধ্যমে প্রায় সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, প্রতারক রফিকুল গত ১৫ জুলাই নলডাঙ্গার পিপরুল ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের আশরাফুল ইসলাম বাবুলকে ফোন করে জিনের বাদশা পরিচয় দিয়ে অর্থবিত্তের প্রলোভন দেখায়। সে প্রলোভন দেখিয়ে আশরাফুলের কাছে থেকে বিভিন্ন সময়ে স্বর্ণালংকারসহ মোট ছয় লাখ ৩১ হাজার ৫২০ টাকা হাতিয়ে নেয়। রফিকুল সর্বশেষ চলতি সপ্তাহে আশরাফুলকে ফোন করে নগদ পাঁচ হাজার টাকা চায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী আশরাফুল নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করে।
এ ঘটনায় গত ১৪ নভেম্বর নাটোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে রফিকুলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও দুইটি নকল মুর্তি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার