নাটোরের বনপাড়া খ্রিষ্টান পল্লীর মুদি দোকানী সুনীল গোমেজ হত্যা মামলায় জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীবগান্ধি সহ ১২ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ পত্র চূড়ান্ত করেছে পুলিশ।
বুধবার নাটোর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য প্রদান করেছেন।
পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জেএমবির সদস্যরা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, বিদেশী ও কিছু ভিন্ন মতাদর্শী মুসলিম নাগরিকদের ওপর হামলা চালিয়ে হত্যা করা হয়।
সেই ধারাবাহিকতায় গত বছরের ৫ জুন সুনীল গোমেজকে হত্যাকান্ডের জন্য অভিযুক্ত রাজিব গান্ধিসহ ১২ জেএমবি সদস্য নাটোরে অবস্থান করে। হত্যাকান্ডের আগের দিন গত বছরের ৪ জুন নাটোর রানীভবানী রাজবাড়ি চত্বরে তারা বৈঠক করে। ওই বৈঠকে জেএমবির মাহফুজুর রহমানসহ তিনজনকে দায়িত্ব দেওয়া হয়। অপর দুই সদস্য মাহমুদুল হাসান ও আবু মুছা তালহাকে মোটর সাইকেলের দায়িত্ব দেওয়া হয়। হত্যাকান্ডের পর তারা কিলিং মিশনে ব্যবহৃত মোটর সাইকেল হাত বদল করে নিয়ে যায়।
ব্রিফিংয়ে বলা হয় এই কিলিং মিশনে জড়িত ১২ জেএমবি সদস্যের মধ্যে তামিম চৌধুরী ওরফে তালহা ওরফে আব্দুল্লাহ, নুরুল ইসলাম ওরফে মারজান সহ ৭ জন বিভিন্ন বন্দুক যুদ্ধে মারা যায়। অপর ৫ জন হলো,মাহফুজুর রহমান সোহেল ওরফে বিপ্লব, আবু মুসা তালহা, সারোয়ার জাহান ওরফে আসিফ, ওরফে আব্দুর রহমান, মেজর জাহিদ ওরফে জাহিদুল ইসলাম ও নজরুল ইসলাম ওরফে পারভেজ ওরফে বাইক হাসান।
জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীবগান্ধি বর্তমানে আটক রয়েছে। অপর ৪ জন পলাতক রয়েছে। এরা হলো মামুনুর রশীদ ওরফে রিপন, জাহাঙ্গীর হোসেন সুবাস, মাহমুদুল হাসান সুমন ও মতিউর রহমান হৃদয় পলাতক রয়েছে।
ঢাকার কাউন্টার টেরিজম ইউনিট ও বগুড়া পুলিশের সহায়তায় জেএমবির ওই ১২ সদস্যের জড়িত থাকায় প্রমাণ পাওয়া গেছে। এই ক্লিনিং মিশনে স্থানীয় কেউ জড়িত ছিলনা বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি আব্দুল হাই সহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ৫ জুন বড়াইগ্রাম উপজেলার বনপাড়া খ্রিষ্টান পল্লীর মুদি দোকানী সুনীল গোমেজকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে জেএমবি সদস্যরা। ওই হত্যাকান্ডের পর সামাজিক গণমাধ্যমে সুনীল গোমেজকে হত্যার সাথে আইএসএর জড়িত থাকার দায় স্বীকার করে।
বিডিপ্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান