সিরাজগঞ্জে আনন্দঘন পরিবেশ ও পিঠা মেলা আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব উদযাপন করা হয়। আজ কালেক্টরেট স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ইরতিজা আহসানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মদ সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ কামরুল হাসান, সিভিল সার্জন ডা. শেখ মো. মনঞ্জুর রহমান, পুলিশ সুপার মিরাজউদ্দিন আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরশেদ আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম বক্তব্য রাখেন। জেলা প্রশাসন আয়োজিত মেলায় ৩০টি স্টল স্থান পায়। স্টল বিভিন্ন প্রতিষ্ঠানের নারীরা দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন ধরণের পিঠা নিয়ে করে অংশগ্রহণ করেন। দিনভর মলায় বিভিন্ন বয়স ও শ্রেণি পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যলয়ের শিক্ষার্থীরা গান নৃত্য পরিবেশন করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার