কুমিল্লায় বৈশাখী পরিবহনের একটি বাস খাদে পড়ে গেছে। এতে অনেক যাত্রীর হতাহতের আশঙ্কা রয়েছে।
বুধবার বিকাল পৌনে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার পৌর এলাকার বারেরায় এ ঘটনা ঘটে।
দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, চট্টগ্রামগামী বৈশাখী পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে গেছে। এ সময় বাসটিতে অন্তত ২৫/৩০ জন যাত্রী ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে বিকাল সোয়া ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসটি উদ্ধার করা যায়নি। মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন