ময়মনসিংহের নান্দাইলে চাঁদাবাজি ও চুরির মামলায় মুশুল্লি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন খাঁ'কে আজ বিকালে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, ত্রিমোহনী খালের ওপর নির্মিত একটি সেতু নির্মাণের ঠিকাদার এমএ মতিনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও প্রায় ৫ টন রড চুরির অভিযোগে ঠিকাদার এমএ মতিন থানায় মামলা দায়ের করেন। মামলায় ইউপি সদস্য জালাল উদ্দিন খাঁকে আসামি করা হয়। গত ২৪ অক্টোবর রড চুরি ও ৭ নভেম্বর চাঁদা দাবির অভিযোগে মামলা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা নান্দাইল মডেল থানার এসআই মো. আবদুল হান্নান।
বিডি প্রতিদিন/এ মজুমদার