নওগাঁয় পৃথক স্থানে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। বুধবার রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সদর উপজেলার মারমা গ্রামের মৃত তমছের আলীর ছেলে আব্দুস ছালাম (৪২) এবং পত্নীতলা উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৩৬)।
বিষয়টি নিশ্চিত করে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোস্তহাটির মোড় থেকে ১০ বোতল ফেনসিডিলসহ আব্দুস ছালামকে আটক করা হয়।
এদিকে, মহাদেবপুর উপজেলার চেরাকপুর গ্রাম থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ বেলাল হোসেনকে আটক করা হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৭/এনায়েত করিম