মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টির নাগ জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
আজ সন্ধ্যা ৭টায় এই ডাকাতি সংঘটিত হয়।
স্থানীয়রা জানায় ডাকাতরা ডাকাতি শেষে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফরণ ঘটিয়ে চলে যায়।
নাগ জুয়েলার্সের মালিক তপন নাগ জানান, সন্ধ্যার সময় ডাকাত দল জুয়েলার্সে ঢুকে অস্ত্রের মুখে সমস্ত স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এখনো স্বর্ণের সঠিক হিসাব করা সম্ভব হয়নি। সিসি ক্যামেরায় ডাকাতির দৃশ্য ধারণ করা রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন