ময়মনসিংহের গফরগাঁওয়ে জুবায়ের হোসেন নাঈম (২৭) নামের এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। উপজেলার পৌর সদরে ইমাম বাড়ি এলাকায় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে আহতের বড় ভাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ সাদেকের দাবি, ছাত্রলীগের সন্ত্রাসীরাই কুপিয়েছে তার ভাইকে।
এদিকে গফরগাঁও থানার ওসি মাহবুবুল আলম জানিয়েছেন, হামলার ঘটনা শুনেছি। তবে কারা কুপিয়েছে আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে নাঈমবাড়ি থেকে বের হয়ে বাজারে তাদের নিজস্ব মোবাইলের দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে তার গতিরোধ করে ছাত্রলীগের কর্মীরা। প্রথমে তাকে একটি লাঠি দিয়ে আঘাত করে। পরে পায়ে উপর্যপুরী কুপিয়ে মারাত্মক জখম করে। আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন আহত নাঈমের বড় ভাই সাদেক।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ