ময়মনসিংহের কাতলাসেন এলাকায় এক শিয়ালের কামড়ে কমপক্ষে ২৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
এখন পর্যন্ত আহত যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- জোবেদা (৬০), মাজাহারুল (২৬), আনোয়ারা (৫০), শামীমা খাতুন (২০), খালেদা (৫০), অজিফা (২৪), হাসিব (৮), মুরাদ (১০), ইভা (৬), শামীমা (২১), খুদেজা (৬০), আক্তার হোসেন (১০), আফসানা (১০), তহুরা (৭০), আমেনা (৩৫), লাবিব (১০), রুমা (২৫), আবু তাহের (৫০), সুফিয়া (৬৫), লাইলী (৪০), ইয়াসমিন (৩৫), সৈকত (৮), নুরুন্নাহার (২৫) ও রহিমা (৪৫)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় ওই পাগল শিয়ালের আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সাবধানতার জন্য করা হয়েছে মাইকিং। আহতদের নগরীরর এসকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানয়েছেন সিভিল সার্জন এ কে এম আব্দুর রব। তিনি বলেন, আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
জানা যায়, সন্ধ্যার পরই কাতলাসেনের একটি গ্রামে ঢুকে শিয়ালটি। এসময় গ্রামের বিভিন্ন বাড়ি-ঘরে ঢুকে প্রায় ৩০ থেকে ৩৫ জন নারী-পুরুষকে আক্রমন করে। কারো শরীরে কামড়ের দাগ এবং অনেকের শরীরে আচড় কেটেছে শিয়ালটি।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ