মানিকগঞ্জের সাঠুরিয়া উপজেলায় বুধবার রাত ৮টার দিকে ডাকাতের ছোড়া গুলিতে ২ পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। আহত ২ পুলিশকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সাঠুরিয়া থানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, মানিকগঞ্জ সাঠুরিয়া স্বর্ণপট্টি এলাকায় ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ সাঠুরিয়া বাজার এলাকায় ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে এসআই আসলামের বুকে ও ওহিদুজ্জামানের হাতে গুলি লাগে।
আহত অবস্থায় প্রথমে তাদের স্থানীয় হাসপাতাল ও পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢামেকে আনা হয়। বর্তমানে গুলিবিদ্ধ ২ পুলিশ সদস্য ঢামেকে চিকিৎসাধীন আছেন।
তবে এ ঘটনায় কোনো কিছু উদ্ধার বা কাউকে আটক করা হয়েছে কি না, তা জানাতে পারেনি (এএসআই) সাইফুল।
গুলিবিদ্ধ ২ পুলিশ সদস্য হলেন-সাঠুরিয়া থানার উপ-পরিদর্শক ওহিদুজ্জামান (৪০) ও আসলাম খান (৩২)।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ