পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল আমিনা স্মৃতি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম নূরুল ইসলাম, বয়স ৪৮ বছর। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে নূরুল ইসলাম স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দুইটি মোটরসাইকেলে করে ৪ থেকে ৫ জন যুবক এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এসময় তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক এম এ তালেব জানান, তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের শ্রীকোল আমিনা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগকে কেন্দ্র করে ম্যানেজিং কমিটির সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের বিরোধ চলছিল।
আহত নূরুল ইসলাম জানান, চেয়ারম্যান অবৈধভাবে শিক্ষক নিয়োগ দিতে চান। কিন্তু গ্রামের কেউ তাতে সমর্থন দেয়নি এবং তিনিও চেয়ারম্যানকে সমর্থন দেননি। ফলে চেয়ারম্যানের লোকজন তার ওপর ক্ষিপ্ত ছিল। চেয়ারম্যানের দুই ছেলে মিলন ও মাসুদসহ তাদের কিছু অনুসারি বেশ কিছুদিন ধরে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে করে এসে তারাই গুলি চালিয়েছে। তিনি সবাইকে চিনতেও পেরেছেন।
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও আহত ব্যক্তির সঙ্গে কথা বলা হয়েছে। যারা অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলি করেছে তাদের খোঁজা হচ্ছে। আশা করছি খুব শিগগিরই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ