নাটোরের সিংড়া উপজেলায় ইয়াবাসহ ওয়াসিম (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। উপজেলার আওকুড়ি ফেরিঘাট সংলগ্ন গরুরহাট এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ওয়াসিম ওই উপজেলার নিংগুইন গ্রামের মো. ভোলার ছেলে।
র্যাব -৫, নাটোর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার শেখ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই এলাকার একজন চিহ্নিত মাদক বিক্রেতা ওয়াসিম। আওকুড়ি ফেরিঘাট সংলগ্ন গরুরহাট এলাকায় ইয়াবা বিক্রি হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াসিমকে আটক করা হয়। এসময় ৫শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার