দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথে আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর পার্বতীপুর থেকে রাজশাহী, খুলনা ও ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পার্বতীপুর রেল স্টেশন মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি রেললাইনের ওপর থেকে সরিয়ে ফেলার কাজ চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার