বড়পুকুিরয়া কয়লা খনি রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে খনির রেলক্রসিংয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক খোকন চন্দ্র দাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৭/মাহবুব